Dhaka Cantonment Board Adarsha Bidyaniketon Manikdi, Dhaka Cantonment, Dhaka-1206 School Code: 1279 Thana Code: 113 District Code: 10 EIIN: 107849    
History

History

প্রতিষ্ঠান পরিচিতিঃ

ঢাকা ক্যান্টনমেন্ট এর এস এন্ড টি ইউনিট ও শহীদ মোস্তফা কামাল লাইন সংলগ্ন  মনোরম পরিবেশে ইসিবি চত্ত্বর থেকে ১০০ মিটার উত্তরে জোয়ার সাহারা মৌজার মানিকদী এলাকায় ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন অবস্থিত। ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন মাটিকাটা, মানিককদী, বালুঘাট, বাইগারটেক, বারনটেক,বাউনিয়া প্রভৃতি জনপদ নিয়ে গঠিত বিস্তৃত বেসামরিক এলাকার প্রবেশদ্বারে একটি অর্গানাইজিং কমিটি ১৯৭৯ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যালয়টি স্থাপন করে। ১৯৮১ সালে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড , ঢাকা এর স্বীকৃতি লাভ করে। তদানীন্তন ব্যাবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ১৯৯১ সালের জানুয়ারি মাসে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করে। একটি এল টাইপ বিশিষ্ট দোতলা ভবন , একটি আই টাইপ বিশিষ্ট ৩ তলা  ভবনে এবং একটি আই টাইপ বিশিষ্ট ৫ তলা ভবনে  বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১.৬৫ একর। বর্তমানে অত্র বিদ্যালয়ে বাংলা মাধ্যমে প্রায় ২২৫০ জন্য শিক্ষার্থী শিশু থেকে ১০ম শ্রেণিতে অধ্যয়ন করছে এবং ৫২ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছে।